জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রধান বিচারপতি কখন কোন মামলার রায় দেবেন এ ব্যাপারে হস্তক্ষেপ করার এখতিয়ার সরকার রাখে না এবং হস্তক্ষেপও করেনি। এ ব্যাপারে যে প্রচারণা চালানো হয়েছে তা সম্পূর্ণ ভ্রান্ত। তিনি কারো চাপে নয়, স্বেচ্ছায় ছুটিতে গেছেন।
শনিবার সকালে কুষ্টিয়া সাকির্ট হাউসে দলীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় তথ্যমন্ত্রী বলেন, বিএনপি মূলত আদালতের স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা আদালতের একটা রায়ে উল্লাস প্রকাশ করে মিষ্টি খায় অন্যদিকে আরেকটা রায়ে বিক্ষোভ প্রকাশ করে। তাদের আসল উদ্দেশ্য কী তা জনগণ বুঝে গেছে।
নির্বাচনের আগে সংসদ বিলুপ্তি ঘোষণা করতে হবে বিএনপির এমন দাবির প্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি এখনও মানসিক ভাবে ঠিক করতে পারেনি তারা নির্বাচন করবেন কি করবেন না। এই সব প্রস্তাব থেকে প্রমাণ হয় যে তারা নির্বাচনটাকে বানচাল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে।
এ সময় কুষ্টিয়া পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, জাসদ কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহসহ জাসদ যুবজোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আল-মামুন সাগর/এফএ/আরআইপি