`স্কুল হোক বিজ্ঞান শিক্ষার আনন্দময় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু` এই স্লোগানকে সামনে রেখে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়নের প্রকল্প বিষয়ক জেলা পর্যায়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ভব শঙ্কর। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার আজিজার রহমান, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, অধ্যক্ষ হারুন-উর-রশিদ, এএফএডি-র নির্বাহী পরিচালক সাঈদা ইয়াসমিন প্রমুখ। সেমিনারে জেলার মাধ্যমিক বিদ্যালয়ের ৩০টি স্কুলের প্রধান ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এসময় আলোচনায় বক্তারা বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপসহ বিভিন্ন প্রকারের শিক্ষা উপকরণ প্রদান করেছেন যেন শিক্ষার্থীরা সঠিকভাবে পড়াশুনা করে ডিজিটাল বাংলাদেশ গড়তে এবং উন্নত বিশ্বে পরিণত করতে অগ্রণী ভূমিকা রাখতে পারেন। তাই সঠিক শিক্ষাদানে শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হয়।বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) সহযোগিতায় এএফএডির আয়োজনে দিনব্যাপি এই সেমিনার অনুষ্ঠিত হয়।নাজমুল হাসান/এমজেড/পিআর