দেশজুড়ে

নাটোরে ছিনতাইকারীর গুলিতে মোটরসাইকেল চালক নিহত

নাটোরের সিংড়ায় ছিনতাইকারীর গুলিতে এক মোটরসাইকেল চালক হামিদুল ইসলাম নিহত হয়েছেন। এতে রবিউল ইসলাম নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলার ডাল সড়কের কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ব্যবহৃত একটি রিভলভার উদ্ধার করেছে পুলিশ।

নিহত হামিদুল ইসলাম উপজেলার দড়ি মহিষমারী গ্রামের নেকবর আলীর ছেলে ও আহত রবিউল ইসলাম মহিষমারী গ্রামের খলিলুর রহমানের ছেলে। আহতকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, দড়ি মহিষমারী থেকে হামিদুল ইসলাম ও রবিউল ইসলাম একটি মোটরসাইকেল যোগে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে উপজেলার ডাল সড়ক এলাকায় পৌঁছালে তাদের লক্ষ্য করে ছিনতাইকারীরা গুলি ছোড়ে। এতে আহত হয়ে তারা দুইজনই মোটরসাইকেল থেকে পড়ে যান। গুলিবিদ্ধ হামিদিুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলের অপর আরোহী রবিউল গুরুতর আহত হন।

এ সময় ছিনতাইকারীরা তাদের মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে প্রেরণ করে। পুলিশ ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ব্যবহৃত একটি রিভলবার উদ্ধার করেছে।

রেজাউল করিম রেজা/আরএআর/এমএস