দেশজুড়ে

মঠবাড়িয়ায় ছাত্রদল কার্যালয়ে ছাত্রলীগের হামলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা ছাত্রলীগের কর্মীরা ছাত্রদল কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে ছাত্রদলের ৪ নেতাকর্মীকে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

আহতরা পুনরায় হামলার ভয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা না নিয়ে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলেও জানা যায়।

আহতরা হলেন- উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মো. নাঈম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খোকন মল্লিক, ছাত্রদল নেতা মর্তুজা হোসেন ও আরমান আলী।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে কলেজ কমিটি গঠন নিয়ে আলোচনা করছিল। এ সময় ছাত্রলীগের নেতা কর্মীরা হঠাৎ হামলা চালিয়ে কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর ও ৪ নেতা কর্মীকে পিটিয়ে আহত করে।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলেন, কলেজ ছাত্রদলের কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এ হামলা ঘটনা ঘটেছে।

মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

হাসান মামুন/এএম/এমএস