দেশজুড়ে

কলেজ ছাত্রীকে কুপিয়ে জখম : মূলহোতা গ্রেফতার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কলেজ ছাত্রী জান্নাতুল ফেরদৌসকে (১৭) কুপিয়ে জখম করার মূলহোতা বখাটে ইমনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে এ ঘটনার পর রাত ১১টার দিকে নেত্রকোনার সিনিয়র সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) সোহান সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে মোহনগঞ্জ রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী রাত সোয়া ১২টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, প্রযুক্তি ব্যবহারসহ বিভিন্ন কৌশল অবলম্বন করে আমরা জান্নাতুলকে কুপিয়ে জখম করার হোতা ইমনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এখন তাকে কেন্দুয়া থানায় নিয়ে যাওয়া হচ্ছে।

এদিকে আহত কলেজ ছাত্রী জান্নাতুল ফেরদৌস ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে জানিয়েছে তার পরিবারের লোকজন।

উল্লেখ, মঙ্গলবার বিকেলে কেন্দুয়া পৌর শহরের শান্তিনগর এলাকায় বাসা থেকে কৌশলে ডেকে নিয়ে ধারালো চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে বখাটে ইমন। পরে সে পালিয়ে যায়।

কামাল হোসাইন/এফএ/আইআই