দেশজুড়ে

পাঁচবিবি-হিলি সড়কে কালভার্ট ভেঙে যান চলাচল বন্ধ

জয়পুরহাটের পাঁচবিবি-হিলি ব্যস্ততম সড়কের চম্পাতলী নামক স্থানের কালভার্টটি ভেঙে পড়েছে। জানা গেছে, ত্রুটিপূর্ণ নির্মাণের কারণে এটি ভেঙে পড়েছে। এতে ভারি যান চলাচল বন্ধ হয়ে গেছে। পার্শ্ববর্তী জেলা দিনাজপুরের হিলির দ্বিতীয় স্থলবন্দর থেকে এ সড়কে প্রতিদিন শত শত ভারি ট্রাক ভারতীয় আমদানিকৃত পণ্য নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় চলাচল করে। এছাড়াও দূরপাল্লার বাস, আন্তঃজেলা, টেম্পু, ইজিবাইকসহ ছোট বড় নানা যানবাহন অবিরাম চলাচল করছে। এমন গুরুত্বপূর্ণ সড়কটির পাঁচবিবি হিলির মধ্যবর্তী চম্পাতলী নামক স্থানে নির্মিত কালভার্টটি সংস্কারের ৯ মাস পর পুনরায় ভেঙে পড়েছে। এতে করে ব্যস্ততম সড়কটিতে হালকা যান চলাচল করলেও ভারি যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে হিলি স্থলবন্দর থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক চলাচলে মারাত্মক বিঘ্নিত হচ্ছে। পাঁচবিবি-হিলি সড়কের বাগজানা এলাকার ব্যবসায়ী লেবু মিয়া জাগো নিউজকে জানান, চম্পাতলী কালভার্টটি নিম্নমানের কাজের কারণে ২০ জুন ভেঙে পড়েছে। ফলে দেশের বিভিন্ন জেলায় পণ্য নিয়ে যাতায়াত বন্ধ রয়েছে। এতে আমাদের খুব অসুবিধা হচ্ছে।  এ ব্যাপারে জয়পুরহাট সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নজরুল ইসলাম কালর্ভাটটি ভেঙে যাওয়ার বিষয়ে জাগো নিউজকে জানান, এর আগেও কালভার্টটি ভেঙে গিয়েছিল। তখন আমরা অফিসিয়ালভাবে মেরামত করেছিলাম। ব্রিজটি নতুনভাবে তৈরির জন্য টেন্ডার হয়েছে খুব শীঘ্রই কাজ শুরু হবে।এমজেড/এমএস