দেশজুড়ে

শিমুলিয়ায় নৌ-চলাচল বন্ধ

দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সকল নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এমতাবস্থায় পারাপারের অপেক্ষায় ঘাট এলাকায় অন্তত ৫ শতাধিক যানবাহন রয়েছে।

টানা বর্ষণ ও পদ্মায় ঢেউ থাকার কারণে স্বল্প পরিসরে ফেরি চলাচল করলেও শুক্রবার রাত ১০টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এর আগে বেলা ১২টার মধ্যে স্পিডবোট ও লঞ্চসহ অন্যান্য নৌযান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাট ম্যানেজার (মেরিন) মোহাম্মদ আলী জানান, পদ্মায় তীব্র স্রোত ও বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত স্বল্পপরিসরে কিছু ফেরি চলাচল করলেও রাত ১০টার পর থেকে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা করে দেয়া হয়।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএস