নেত্রকোনার আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের মুগলহাট্টা গ্রামে পাট কাটা নিয়ে মঙ্গলবার রাতে দুই গ্রামবাসীর সংঘর্ষে ফরেজ আলী (২২) নিহত ও ৮ জন আহত হয়েছেন। জানা গেছে, জেলার আটপাড়ার মোগলহাট্টা গ্রামের কাচু মিয়ার সঙ্গে পাট গাছ কাটা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় পার্শ্ববর্তী চারগাতিয়া গ্রামের দুলাল মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুলাল মিয়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কাচু মিয়া ও তার লোকজনের ওপর হামলা চালান। এসময় কাচু মিয়ার ছেলে ফরেজ আলী গুরুতর আহত হয়ে নিখোঁজ হন। এছাড়া উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। বুধবার সকালে আটপাড়া থানা পুলিশ গ্রামের খাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গুরুতর আহত মাঝু মিয়া ও ফৌজদারসহ ৪ জনকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আটপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমদ জাগো নিউজকে জানান, দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।কামাল হোসাইন/এমজেড/পিআর