পাবনার ঈশ্বরদীর চাঞ্চল্যকর লিপু হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রোববার লিপুকে হত্যার দায়ে তার স্ত্রী শাহীনা আক্তারকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত।
পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা (২য়-জজ) আদালতের বিচারক শরনিম আকতার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর এই মামলার একমাত্র আসামি শাহিনাকে পাবনা জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
আদালত সূত্র জানিয়েছে, ২০১৪ সালের ১৫ জুলাই বিকেলে দাম্পত্য কলহের জের ধরে ঠিকাদার ও স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহানুর রহমান লিপুকে (৪৫) হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে তার স্ত্রী শাহিনা আক্তার।
চাঞ্চল্যকর এই হত্যা মামলার একমাত্র আসামি শাহীনা আক্তার তার স্বামীকে নিজ হাতে হত্যা করেছেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ওই সময় তাকে কারাগারে প্রেরণ করা হলেও পরবর্তিতে হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান তিনি। নিহত শাহানুর রহমান লিপু ঈশ্বরদী পৌরসভার শেরশাহ রোড বেলতলা এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে।
তিনি ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন। তিন বছর আগে ২০১৪ সালের ২২ জুলাই লিপুর নিজ বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে শাহানুর রহমান লিপুর গলিত মরদেহ উদ্ধার করা হয়।
আলাউদ্দিন আহমেদ/এএম/আরআইপি