লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে কর্মচারীদের সঙ্গে গ্রাহকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ পাঁচজন আহত হয়েছেন। এসময় উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘণ্টাব্যাপি ওই অফিসের কার্যক্রম বন্ধ ছিল। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার বিকালে এ ঘটনা ঘটে।আহতরা হলেন, গ্রাহক নজরুল ইসলাম রঞ্জু, ববিতা বেগম, জসিম উদ্দিন, অফিস কর্মচারী বাবুল এবং পলাশ। আহতদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের নজরুল ইসলামের কাছ থেকে পাসপোর্ট দেয়ার কথা বলে দালাল পলাশ ৯ হাজার টাকা নেয়। ১৫ দিনের মধ্যে পলাশের পাসপোর্ট দেয়ার কথা থাকলেও তা সে দিতে পারেনি। এ নিয়ে ঘটনার সময় নজরুলের সাথে পলাশের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে অফিস কর্মচারী বাবুল ও পলাশ তাকে মারধর করে আহত করে। এসময় বিক্ষুব্ধ গ্রাহকদের সাথে তাদের সংঘর্ষ বাধে। পরে দায়িত্বরত পুলিশের সাথে আরো অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।এ ব্যাপারে লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক মাসুদুর রহমান জানান, গ্রাহক ও অফিস স্টাফের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার সাথে জড়িত অফিস স্টাফ বাবুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।কাজল কায়েস/এসএস/আরআই