শত বছরের ঐতিহ্যকে ধরে রাখতে নওগাঁ সদর উপজেলার গুটরা বিলে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় ঐতিহ্যবাহী গুটার বিলে স্থানীয় ‘হাঁসাইগাড়ী ছাত্র কল্যাণ সংস্থা’ এ নৌকাবাইচের আয়োজন করে।
নৌকাবাইচ দেখতে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিলের তিন কিলোমিটার রাস্তায় হাজার হাজার নারী-পুরুষের সমাগম হয়। প্রতিযোগিতায় ৬টি নৌকা অংশ নেয়। এতে প্রথম সদর উপজেলার হাঁসাইগাড়ি আলেফ মোল্লা এবং দ্বিতীয় সদর উপজেলার সরাইল গ্রামের মেম্বার সাইদুর রহমানকে দুইটি রঙিন টেলিভিশন পুরস্কার প্রদান করা হয়।
জানা যায়, প্রত্যন্ত এলাকার এ গুটরা বিলে বছরের বেশির ভাগ সময় পানি থাকে। মহান স্বাধীনতার পর থেকে প্রতি বছর এই বিলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা হয়ে আসছিল। গত ৮-১০ বছর পূর্ব থেকে ঢিলে ঢালা ভাবে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এরপর ২০১০ সাল থেকে ‘হাঁসাইগাড়ী ছাত্র কল্যাণ সংস্থা’ উদ্যোগে জাঁকজমক ভাবে ফের এ প্রতিযোগিতা শুরু হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধ আব্দুল মালেক। এছাড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শাহনাজ মালেক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান পারভীন আকতার, অ্যাডভোকেট আব্দুল বাকী, ছাত্র কল্যাণ সংস্থার সভাপতি জয়নুল আবেদিন জয়নাল, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ প্রমুখ।
আব্বাস আলী/এফএ/আইআই