দেশজুড়ে

কাজে আসছে না পটুয়াখালী শহররক্ষা বাঁধ

পটুয়াখালী শহরবাসীকে জোয়ারের পানি থেকে রক্ষা করতে শহররক্ষা বাঁধ নির্মাণ করা হলেও তা এখন কোনো কাজে আসছে না। প্রতি আমাবশ্যা ও পূর্ণিমার জোতে শহরের অনেক এলাকা প্লাবিত হয়। এতে ক্ষতির মুখে পড়েন সাধারণ মানুষসহ ব্যবসায়ীরা। তবে শহররক্ষা বাঁধের এই দুর্ভোগের দায় নিতে চায় না পানি উন্নয়ন বোর্ড কিংবা পৌরসভা কর্তৃপক্ষ।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ২৬ কোটি ৬৩ লাখ টাকা ব্যায়ে পটুয়াখালী শহরের চারপাশে শহররক্ষা বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। ২০১১-২০১২ অর্থ বছরে প্রকল্পটি শেষ হলেও এর সুফল ভোগ করতে পারেনি শহরবাসী। উল্টো শহরের প্রসস্থ খালগুলো পরিণত হয়েছে ড্রেনে। এছাড়া এই প্রকল্পের মাধ্যমে প্রসস্থ খালের মুখে ৬টি ছোট স্লুইচ গেট ও ১৭টি আউটলেট তৈরি করা হয়েছে। যা নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে কোনো কাজে আসছে না শহরবাসীর।

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসানুজ্জামান জাগো নিউজকে বলেন, যেহেতু শহরের খালের সঙ্গে এসব স্লুইচগেট সংযুক্ত সেহেতু পৌর কর্তৃপক্ষের এসব রক্ষণাবেক্ষণ করার কথা। তবে বাস্তবে পৌরসভা কর্তৃপক্ষের এ নিয়ে কোনো মাথাব্যথা নেই বললেই চলে।

সরজমিনে দেখা গেছে, সম্প্রতি তিন দিনের টানা বৃষ্টি ও উচ্চ জোয়ারের পানিতে শহরের কলেজ রোড, পুরানা বাজার, বড় মসজিদ রোড, মহিলা কলেজ রোড, চড়পাড়া, নিউ মার্কেট, হাসপাতাল রোডসহ শহরের অধিকাংশ এলাকা প্লাবিত হয়। এতে দুর্ভোগে পড়েন সাধারন মানুষসহ ব্যবসায়ীরা।

শহরের নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী পার্থ বনিক জাগো নিউজকে বলেন, বৃষ্টি ও জোয়ারের পানিতে শহরের নিউ মার্কেট এলাকা প্লাবিত হয়। ফলে দোকানে কোনো কাস্টমার আসে না।

এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক ড. মো. মাছুমুর রহমান জাগো নিউজকে বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হবে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/আইআই