দেশজুড়ে

ঈশ্বরদীতে টানা বৃষ্টিতে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি

সাগরে নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন সারাদেশেই টানা বৃষ্টি হয়েছে। টানা এ বৃষ্টিপাতে পাবনার ঈশ্বরদী উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে উঠতি ফসলের। বাতাসে ধান গাছ মাটিতে নুয়ে পড়েছে। কোনো কোনো জায়গায় ধান গাছ তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আধাপাকা ধানের। এ ছাড়া শিম, পেঁপে, মরিচ, ঢেরস, চিচিংগা, করলা, ঝিঙ্গেসহ অন্যান্য সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) সরেজমিনে পরিদর্শনে গেলে ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান, আমরা এ ধানের আশায় বুক বেঁধে ছিলাম। কিন্তু এ হঠাৎ টানা বৃষ্টিতে আমাদের কষ্টের ধান পানিতে তলিয়ে গেছে। আমরা এবার লক্ষ্যমাত্র অনুযায়ী ধান পাব না। যেখানে প্রতি বিঘা জমিতে ১৫ থেকে ২০ মন ধান হত সেখানে ৫ মন ধানও সম্ভাবনা নেই। এ ছাড়া শিম, পেঁপে, মরিচ, ঢেরস, চিচিংগা, করলা, ঝিঙ্গেসহ অন্যান্য সবজিরও ব্যাপক ক্ষতি হয়েছে।

বঙ্গবন্ধু জাতীয় কৃষি স্বর্ণ পদকপ্রাপ্ত কৃষক বেলি বেগম জানান, তার দুই বিঘা শিম ক্ষেতে জলাবদ্ধতায় গাছ মরে যাচ্ছে। এ ছাড়া ৫ বিঘা জমির আধাপাকা ধান মাটিতে পড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। আমার মত কষ্ট করে ধান রোপন করে যে সকল কৃষক লাভের আশায় বুক বেঁধেছিলেন তাদের গোলায় এবার ধান ওঠবে না।

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক ও বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় সভাপতি ছিদ্দিকুর রহমান কূল ময়েজ বলেন, টানা বর্ষণে এ বছর ঈশ্বরদীতে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। এবার ৪ বিঘা জমিতে টমেটোর চারা লাগিয়েছিলাম, টানা বৃষ্টির কারণে তা মরে যাচ্ছে। অতি বৃষ্টির কারণে আমার খামারের প্রায় ৫ হাজার ফলন্ত পেঁপে গাছ মরে গেছে।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রওশন জামাল বলেন, অতি বর্ষণের কারণে এ বছর ঈশ্বরদীতে কৃষকের উৎপাদিত উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শিম, পেঁপে, মরিচ, ঢেরস, চিচিংগা, করলা, ঝিঙ্গে, পেঁপে গাছ পানি সহ্য করতে পারে না। জমিতে পানি জমলে এসব গাছ মারা যায়। যাদের এ ধরনের সবজি নষ্ট হয়েছে তাদের স্বল্প মেয়াদি সবজি চাষে পরামর্শ প্রদান করা হচ্ছে।

আলাউদ্দিন আহমেদ/আরএস/আইআই