পৃথক ঘটনায় বৃহস্পতিবার নীলফামারীতে তিন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে এক কিশোর, কিশোরী ও অজ্ঞাত যুবক রয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নে দক্ষিণ তিতপাড়া গ্রামের সেনাপদ রায়ের মেয়ে সোনালী রায় (১৭) তার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এদিকে, একই ইউনিয়নের ফুটানিরহাট গ্রামের হাফিজুল ইসলামের ছেলে হাসানুর আলী (১৬) মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করে। বুধবার সন্ধ্যার পর পৃথক এ ঘটনায় তাদের উদ্ধার করে প্রাণে বাঁচাতে প্রথমে ডিমলা উপজেলা হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়। অপরদিকে, বুধবার গভীর রাতে সৈয়দপুর হাসপাতালে হাসপাতাল এলাকায় অজ্ঞাত এক যুবক (৩৫) রাস্তার উপর পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধান অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। পৃথক তিনটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।জাহেদুল ইসলাম/এআরএ//আরআ্ইপি