দেশজুড়ে

ভারী বর্ষণে বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত

একটানা ভারী বর্ষণে উপকূলীয় জেলা বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার নিম্নাঞ্চলের অধিকাংশ এলাকার রাস্তাঘাট বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। কোনো কোনো এলাকায় বৃষ্টির পানি নামতে না পারায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এদিকে ভারী বর্ষণে বাগেরহাট জেলা প্রশাসন কার্যালয় ভবনের ছাদ বেয়ে পানি পড়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র ভিজে গেছে বলে খবর পাওয়া গেছে।  টানা বৃষ্টিতে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া, ষাটগম্বুজ, ডেমা, রাধাবল্লব, কাশিমপুর ও বাগেরহাট শহর সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকার গবরদিয়া গ্রামের নিম্নাঞ্চল বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। এছাড়া জেলার শরণখোলা, মোরেলগঞ্জ, রামপাল, ফকিরহাট, মোল্লারহাট, চিতলমারী ও কচুয়া উপজেলার বিভিন্ন এলাকার নিন্মাঞ্চলে প্লাবিতসহ জলাবদ্ধতা তৈরি হয়েছে বলে খবর পাওয়া গেছে।গবরদিয়া এলাকার মাসুম শেখ জাগো নিউজকে জানান, একটানা বৃষ্টির পানিতে রাস্তায় হাঁটু পানির কারণে আমাদের এলাকার জনসাধারণের চলাচলে খুব সমস্যা হচ্ছে। শিশুদের দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। এভাবে বৃষ্টি হতে থাকলে ঘরে পানি উঠতে বেশি সময় লাগবে না।   রাধাবল্লব এলাকার দিনমজুর চাঁন মিয়া জাগো নিউজকে বলেন, বৃষ্টির পানিতে নামতে না পারায় আমরা পানিবন্দী হয়ে পড়েছি। ঘরের উঠানে পানি উঠে যাওয়ায় রান্নাবান্নার বন্ধ রয়েছে। আমাদের অন্য কোথাও যাওয়ার জায়গা নেই।  কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, কাড়াপাড়া ইউনিয়নের কিছু এলাকায় বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে কিছু স্বার্থান্বেষী মহল গরবদিয়া এলাকার একমাত্র প্রবাহিত খালটি ভরাট করার কারণে বৃষ্টিতে ওই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ডেমা ইউপি চেয়ারম্যান মনি মল্লিক জাগো নিউজকে জানান, টানা বর্ষণে তার ইউনিয়নের কোনো এলাকা প্লাবিত হয়েছে কি না এমন খবর তিনি পাননি। শওকত আলী বাবু/এমজেড/পিআর