দেশজুড়ে

চুনারুঘাটে চা শ্রমিকদের বিভিন্ন দাবিতে কর্মবিরতি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানে ব্যবস্থাপক রিয়াজ উদ্দিনের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। টানা ৪ দিন ধরে শ্রমিকরা কাজে যোগ না দেয়ায় বাগানের কার্যক্রম অচল হয়ে পড়েছে। তবে ব্যবস্থাপক জানান, অন্যায় ও অযৌক্তিক কারণে শ্রমিকরা ধর্মঘট পালন করায় কোটি টাকার ক্ষতি হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শুক্রবার সমাবেশে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন শ্রমিকরা।শ্রমিকরা জানান, দেউন্দি চা বাগানে কর্মরত দেড় হাজার চা শ্রমিক ন্যায্য মজুরি, চিকিৎসাসহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে। এতে দিনে দিনে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠেন। ২৩ জুন থেকে তারা আন্দোলনে নামেন। ব্যবস্থাপক রিয়াজ উদ্দিনের পদত্যাগ, শ্রমিকদের মজুরি, ভাতা, চিকিৎসা, শিক্ষাসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি আহ্বান করেন তারা। টানা ৪ দিনের শ্রমিক আন্দোলনের ফলে বাগানের কার্যক্রম অচল হয়ে পড়েছে। শুক্রবার চা বাগনের নাচঘরে ধর্মঘটের সমর্থনে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাখন লাল কর্মকার, সাধারণ সম্পাদক রামভোজন কৈরী। ব্যবস্থাপক রিয়াজ উদ্দিনের অপসারণ ও তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়।সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমজেড/পিআর