বগুড়া-রংপুর মহাসড়কে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক আশিকুর রহমান রানা (২৪) নিহত ও হেলপার আহত হয়েছেন। তিনি গাইবান্ধা সদর উপজেলার পেয়ারাপুর গ্রামের মৃত ছায়দুর রহমানের ছেলে। শুক্রবার বিকেলে মহাসড়কের শিবগঞ্জ থানার পাকুড়তলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, খালি পিকআপটি বগুড়া থেকে রংপুরের দিকে যাওয়ার পথে বিপরীতমুখী একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপ চালক মারা যান। পিকআপের হেলপারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি।মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জাগো নিউজকে জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন।লিমন বাসার/এমজেড/পিআর