ভারতকে হারিয়ে যখন পুরো বাংলাদেশ উচ্ছ্বাসে ভাসছে তখন আরো একটি সুসংবাদ আসছে ক্রিকেটপ্রেমীদের জন্যে। চলতি বছরই ঘরোয়া ক্রিকেটে ফিরতে পারেন বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপার স্টার মোহাম্মদ আশরাফুল। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের নিষেধাজ্ঞার মেয়াদ ৫ বছর হলেও শর্ত সাপেক্ষে তা ৩ বছর। সেক্ষেত্রে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের আগস্ট মাসে। এরপর আবার মাঠে দেখা যাবে জনপ্রিয় ব্যাটসম্যান আশরাফুলকে। তবে এর আগেই ঘরোয়া ক্রিকেটে ফেরার ইঙ্গিত পাওয়া গেছে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, চলতি বছরের শেষ দিকে ঘরোয়া ক্রিকেটে ফেরার সুযোগ পেতে পারেন আশরাফুল। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী নিষিদ্ধ ক্রিকেতাররা শর্ত সাপেক্ষে ঘরোয়া ক্রিকেট খেলতে পারবেন। এজন্য স্বীকারোক্তির পাশাপাশি নিষিদ্ধ খেলোয়াড়ের বোর্ড থেকেও আইসিসি বরাবর আনুমতি চাইতে হবে।বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আশরাফুলের জন্য অনুমতি চাইবেন বলে জানা গেছে। চলতি বছরের শুরুতে আইসিসির নতুন নিয়মের সুবিধা আদায় করে ঘরোয়া ক্রিকেট খেলছেন পাকিস্তানের মুহাম্মদ আমির। উল্লেখ্য, বিপিএলের দ্বিতীয় আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার কারণে ৫ বছর এবং শর্তসাপেক্ষে ৩ বছরের নিষেধাজ্ঞায় আছেন আশরাফুল। আরটি/বিএ/পিআর