দেশজুড়ে

১২০ ভেড়া খামারীকে সংস্কৃতিমন্ত্রীর অনুদান

নীলফামারী জেলার ১২০ ভেড়া খামারীকে সরকারের প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে শেড নির্মাণে অনুদান প্রদান এবং জেলার ছয় উপজেলার ১৮জন সফল ভেড়া খামারীকে পুরস্কার প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুদান ও পুরস্কার প্রদান করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।জেলা প্রশাসক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শাহজালাল খন্দকার, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রেজউল করিমসহ ছয় উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট সূত্র মতে, জেলার ছয় উপজেলার ২০জন করে ১২০জন ভেড়া খামারীর প্রতিজনকে শেড নির্মাণে সাড়ে ছয় হাজার করে অনুদান ও ছয় উপজেলার তিনজন করে ভেড়া পালনের সফল খামারী হিসাবে মোট ১৮ জনকে পুরস্কৃত করা হয়।জাহেদুল ইসলাম/এসএস/আরআই