দেশজুড়ে

গলায় জলপাইয়ের বিচি আটকে স্কুলছাত্রের মৃত্যু

নওগাঁর পত্নীতলা উপজেলায় জলপাইয়ের আঁচার খাওয়ার সময় গলায় বিচি আটকে সাদ হাসান নামে এক স্কুলছাত্র মারা গেছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত সাদ উপজেলার মাটিদর ইউনিয়নের বাজখোলা গ্রামের মহাতাব উদ্দীনের ছেলে এবং উপজলার বাকরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সাদ দুপুরে টিফিনের সময় স্কুলের বাইরে আঁচার খেতে যায়। বিক্রেতার কাছ থেকে জলপাইয়ের আঁচার নিয়ে খাওয়ার সময় এক পর্যায়ে জলপাইয়ের বিচি গলায় আটকে যায়। এতে তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়। এ সময় দ্রুত তাকে চিকিৎসার জন্য উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

পত্নীতলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আব্বাস আলী/আরএআর/এমএস