খেলাধুলা

শেখ কামাল নিটল টাটা ফুটবল লিগ শুরু

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরে শুরু হয়েছে শেখ কামাল নিটল টাটা ফুটবল লিগ টুর্নামেন্ট। শনিবার বিকাল ৪টায় জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্ট শুরু হয়।জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং জেলা ক্রিড়া সংস্থার সহযোগিতায় এ ফুটবল লিগ শুরু হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা নকীব।জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব জানান, দীর্ঘ ১৮ বছর পর পিরোজপুরে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা সম্ভব হলো। এবারের এ লিগ পদ্ধতির খেলায় জেলার আটটি ক্লাব অংশগ্রহণ করছে।ক্লাবগুলো হলো, খেলোয়ার কল্যাণ সমিতি, নিউ বয়েজ স্পোর্টিং ক্লাব, পিরোজপুর শেখ রাসেল ক্রীড়া চক্র, সোনালী অতীত ক্লাব, ব্লু-বার্ড ক্লাব, তরুণ স্পোর্টিং ক্লাব, সূর্য তরুণ ক্লাব ও বন্ধু মহল ক্লাব।হাসান মামুন/এআরএ/আরআই