নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাশকতা মামলায় বিএনপির ৮১ জন নেতাকর্মী আত্মসমর্পণ করলে ৪ নেতার জামিন মঞ্জুর ও ৭৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ বেগম হোসনে আরা আক্তারের আদালতে মামলার ৮৭ জন আসামির মধ্যে ৮১ জন নেতাকর্মী আত্মসমর্পণ করলে আদালত এ আদেশ দেন।
জামিন পাওয়া নেতারা হচ্ছেন- দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, আড়াইহাজার থানা যুবদলের সভাপতি জুয়েল, আইনজীবী কামাল ও ছাত্র সোহাগ।
আজাদের আইনজীবী সাখাওয়াত হোসেন খান জানান, আড়াইহাজারে একটি নাশকতার মামলায় হাইকোর্ট থেকে বিএনপির ৮৭ জন জামিনে ছিলেন। ২৫ অক্টোবর সেই জামিনের মেয়াদ শেষ হয়। সেদিন আজাদ হাজির হলে ৩১ তারিখ পর্যন্ত তাকে জামিন দেন আদালত। আজকে জামিনের মেয়াদ শেষ হওয়ায় দলের ৮১ জন নেতাকর্মী আদালতে হাজির হলে আদালত ৪ জনের জামিন মঞ্জুর করে বাকিদের কারাগারে পাঠিয়েছেন।
নজরুল ইসলাম আজাদ বলেন, এটা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা। কারাগারে যাদের প্রেরণ করা হয়েছে তাদের মধ্যে আমার আপন চাচা জেলা বিএনপির সহ-সভাপতি লুৎফর রহমান ও আব্দুল মতিন রয়েছেন। নেতাকর্মীদের কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আইনি প্রক্রিয়ায় দ্রুত সকলের জামিনের জন্য চেষ্টা করব।
প্রসঙ্গত, ৬ সেপ্টেম্বর আড়াইহাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আওয়ামী লীগের লোকজন বাধা দিলে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের একজন এসআই বাদী হয়ে কেন্দ্রীয় বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদকে প্রধান আসামি করে ৮৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে মামলা করেন।ৎ
শাহাদাত হোসেন/আরএআর/এমএস