পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ইলিয়াস সরদার (২৪) ও মাসুম খান (২৪) নামে দুই ভাইকে ইভটিজিংয়ের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে দণ্ডবিধি ৫০৯ ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী এ দণ্ড দেন।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, উপজেলার ১নং ভিটাবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শিয়ালকাঠী গ্রামের এই দুই ইভটিজারকে থানা পুলিশ হাতে নাতে ধরে নিয়ে আসায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এ রায় দেন। উভয়কে জেলা জেলহাজতে পাঠানো হয়েছে। ইলিয়াস আ.কাদের সরদার ও মাসুম একই গ্রামের হাবিব খানের ছেলে।
হাসান মামুন/এফএ/আইআই