দেশজুড়ে

নিখোঁজের ৩ দিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের তিনদিন পর নজরুল ইসলাম ওরফে নুরু বিশ্বাস (৫০) নামের এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকেলে উপজেলার নওদা গোপালপুর এলাকার একটি বাঁশ বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নজরুল ইসলাম ওই এলাকার মৃত হামেজ আলী বিশ্বাসের ছেলে।

মিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান, বিকেলে নজরুল ইসলামের বাড়ির পার্শ্ববর্তী বাঁশ বাগানে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নারীঘটিত কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আল-মামুন সাগর/এএম/এমএস