দেশজুড়ে

গাজীপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

গাজীপুরে সুবিধাবঞ্চিত মেধাবি ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়েছে। রোববার সকালে গাজীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ৬৯ জন ছাত্র-ছাত্রীকে এ বৃত্তি প্রদান করা হয়।সাজেদা ফাউন্ডেশন শিমুলতলী শাখা কর্তৃক আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের বৃত্তির চেক বিতরণ করেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া রহমান। সাজেদা ফাউন্ডেশনের উপ-পরিচালক দিলিপ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিরাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কামরুল হাসান, এমআইএসটি-এর উপ-পরিচালক ড. মো. হায়দার আলম, সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপক হাবিবুর রহমান মোল্লা, সাজেদা ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক মো. শফিউল ইসলাম, এলাকা সমন্বয়কারী মো. শফিকুল ইসলাম, তাজ উদ্দিন মোড়ল প্রমুখ।অনুষ্ঠানে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ৬৯ জন শিক্ষার্থীকে ১ লাখ ৬৭ হাজার ৩০০ টাকার বৃত্তি প্রদান করা হয়।                    মো. আমিনুল ইসলাম/এমজেড/এমআরআই