দেশজুড়ে

হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী!

বগুড়া শহরতলির তিনমাথা পুরান বগুড়া এলাকায় বাড়িতে রূপালী বেগম (২১) নামে এক গৃহবধূকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেখে স্বামী ও অন্যরা পালিয়ে গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

গতকাল শুক্রবার রাতে রূপালী মোবাইল ফোনে তার মা ও ভাইকে জানিয়েছিলেন, স্বামী সাব্বির হোসেন তাকে মারধর করছেন।

বগুড়া শহরতলির পুরান বগুড়া এলাকার মোফার ছেলে ট্রাকচালক সাব্বির হোসেন প্রায় সাড়ে ৩ বছর আগে পঞ্চগড় শহরের কায়েতপাড়ার মরহুম মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের মেয়ে রূপালী বেগমকে বিয়ে করেন।

রূপালীর মা অজিফা বেগম ও ভাই ইসমাইল হোসেন জানান, বিয়ের পর থেকে নানা কারণে রূপালী ও সাব্বিরের মাঝে কলহ শুরু হয়। শুক্রবার রাতে রূপালী মোবাইলফোনে তাদের জানান, সাব্বির তাকে মারধর করেছেন।

শনিবার দুপুরে প্রতিবেশীরা তাদের ফোনে জানান, রূপালীর ঝুলন্ত মরদেহ তার স্বামী সাব্বির ও অন্যরা বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে গেছেন। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করলে সাব্বির ও অন্যরা মরদেহ ফেলে পালিয়ে যায়।

এ বিষয়ে সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আসলাম আলী বলেন, মরদেহে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। রোববার সুরতহাল করলে বোঝা যাবে। এছাড়া ময়নাতদন্তের রিপোর্ট পেলে রূপালী বেগম আত্মহত্যা করেছেন, নাকি তাকে হত্যা করা হয়েছে- সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এএম/এমএস