বগুড়ার শাজাহানপুরে বাসচাপায় চার বছরের ছেলেসহ এক সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই সেনাসদস্যের স্ত্রী। শনিবার দুপুরে উপজেলার টিএমএসএস ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সেনাবাহিনীর কর্পোরাল নজরুল ইসলাম (৩৪) ও তার ছেলে রাফিউল ইসলাম (৪)। বগুড়া ক্যান্টনমেন্টে কর্মরত নজরুলের বাড়ি মানিকগঞ্জের ঘিওরে। সেনাসদস্যের স্ত্রী আহত নিগার সুলতানাকে (২৪) বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, দুপুর ২টার নজরুল স্ত্রী-সন্তানকে নিয়ে মোটরসাইকেলে বগুড়ার দিকে আসছিলেন। এ সময় ঢাকাগামী এসআর প্লাস বাস টিএমএসএস’র ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে আহতদেরকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হলে নজরুল ও তার ছেলেকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
আরএআর/এমএস