দেশজুড়ে

বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা

ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ রোধকল্পে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সরকারি মহিলা কলেজের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবদুল আওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ, অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর ছিদ্দিক, সহকারী অধ্যাপক আনিসুর রহমান, নেপলিয়ান বিশ্বাস, জেসমিন আর বেগম, নারী নেত্রী আয়েশা আক্তার তুলি, শিক্ষার্থী ইশরাত জাহান দিশা প্রমুখ।

বক্তারা এ সময়, বাল্যবিবাহ রোধকল্পে শিক্ষার্থীদের সচেতন ও অভিভাবক, জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

আলোচনা শেষে বাল্যবিবাহ প্রতিরোধে আইন নয় জনসচেতনতাই মুখ্য বিষয়ে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে তর্ক বির্তকের আয়োজন করা হয়।

রিপন/এমএএস/আরআইপি