আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুর সরকারি কলেজের ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় নয়জনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে শরীয়তপুর সরকারি কলেজের ছাত্রাবাস চত্বরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুর সরকারি কলেজে জেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. মহসিন মাদবর ও ছাত্রলীগ নেতা সবুজ তালুকদারের গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল।
এর জেরে রোববার দুপুর ১২টার দিকে মো. মহসিন মাদবর গ্রুপের সমর্থক মকবুল মাদবর, সুজন মাঝি, ইমন ও বিল্লালের নেতৃত্বে শরীয়তপুর সরকারি কলেজে ছাত্রবাসে থাকা ছাত্রলীগনেতা সবুজ তালুকদারের সমর্থক জাফর ও নেছারের ওপর হামলা হয়।
এ খবর ছড়িয়ে পড়লে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় কলেজের ছাত্রাবাসে অভিযান চালিয়ে জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহাসিন মাদবরের ক্লাব ও শরীয়তপুর সরকারি কলেজ ছাত্রাবাস এলাকা থেকে নয়জন বহিরাগতদের আটক করে পালং মডেল থানা পুলিশ। এ ঘটনায় পালং মডেল থানা পুলিশের এসআই মিন্টু বাদী হয়ে মামলা করেন।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর বলেন, গতকাল (শনিবার) কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যায়। পিকনিক থেকে শিক্ষার্থীরা রাত করে ফিরে।
রাত হলো কেন এ নিয়ে ছাত্রাবাসে জাফর নামে একটি ছেলের সঙ্গে শিক্ষার্থীদের অভিভাবকের তর্ক হয়। পরে এ বিষয় নিয়ে রোববার দুপুরে ছাত্রাবাসের শিক্ষার্থীরা বিতর্কে জড়ায়। এ সময় উভয় গ্রপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ ঘটনায় পুলিশ ছাত্রবাসে রেড দেয়। বহিরাগত ১১ জনকে আটক করে। দু’জনকে ছেড়ে দয়ে। নয়জনকে ধরে নিয়ে যায়।
এদিকে, ছাত্রলীগ নেতা সবুজ তালুকদার বলেন, মহসিন মাদবর ক্ষমতা পেয়ে প্রায় সময় ওর দলে ছাত্রদের চলার জন্য বাধ্য করে। মহসিনকে কেউ পছন্দ না করায় স্থানীয় প্রভাব খাটিয়ে বহিরাগতদের নিয়ে ছাত্রবাসে আড্ডা দেয় ও মাদকদ্রব্য সেবন করে। ছাত্ররা এর প্রতিবাদ করতে গেলে প্রতিনিয়ত মহসিনের বহিরাগত লোকজন ছাত্রদের ওপর হামলা করে।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মনোয়ার হোসেন বলেন, কলেজের বাইরে কী হয়েছে আমি জানি না। পুলিশ কলেজ ক্যাম্পাস থেকে বহিরাগত নয়জনকে ধরে নিয়ে গেছে।
পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, শরীয়তপুর সরকারি কলেজ ছাত্রাবাসের চত্বরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে ছাত্রাবাসে রেড দিয়ে বহিরাগত নয়জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
মো. ছগির হোসেন/এএম/আইআই