রাজবাড়ীর পাংশায় আন্তঃজেলা ডাকাত দলের সরদার মতিয়ার মন্ডলকে (৪০) অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত গভীরে রাতে পাংশার কলিমোহর থেকে একটি ওয়ান শুটারগান ও ২টি তাজা কার্তুজসহ পাংশা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
আটক ডাকাত সদরদার মতিয়ার কুষ্টিয়ার খোকশা থানার বসরা এলাকার মনছের মন্ডলের ছেলে।
পাংশা থানার ওসি মো. মোফাজ্জেল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাংশার কলিমোহর থেকে রোববার গভীর রাতে আন্তঃজেলা ডাকাত দলের সরদার মতিয়ারকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করো হয়েছে। সে বিভিন্নস্থানে সংগঠিত ডাকাতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে থানায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রুবেলুর রহমান/এমএমজেড/এমএস