দেশজুড়ে

কাউন্সিলরের প্রাইভেটকারে ইয়াবা, গ্রেফতার ৩

 

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. সোহেল রানার প্রাইভেটকারে নিরাপত্তা বাহিনীর তল্লাশিতে মিলল ইয়াবা।

এ ঘটনায় দুই সহযোগীসহ মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. সোহেল রানাকে (৩৫) গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। এ সময় তার ব্যক্তিগত প্রাইভেটকার থেকে ৭২ পিস ইয়াবা ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার কাউন্সিলর মো. সোহেল রানা মাটিরাঙ্গা পৌরসভার মুসলিমপাড়া গ্রামের মো. আবদুল খালেকের ছেলে। তার অপর দুই সহযোগী হলেন- মাটিরাঙ্গার মুসলিমপাড়ার মৃত. নুরুল ইসলামের ছেলে মো. জসিম উদ্দিন (২৮) ও চাঁদপুরের কচুয়া উপজেলার চাঁদপুর কচুয়া গ্রামের মো. আবুল খায়েরের ছেলে মো. মোহন মীর (২৫)।

খোঁজ নিয়ে জানা গেছে, খাগড়াছড়ি থেকে মাদক পাচার হবে এমন গোপন তথ্যের ভিত্তিতে সোমবার মাটিরাঙ্গা সেনা জোনের ১নং আরপি গেইটে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সোমবার বিকেল ৪টার দিকে তার ব্যক্তিগত প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৭২ পিস ইয়াবা ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী বিকেল ৪টার দিকে দুই সহযোগীসহ মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. সোহেল রানাকে ৭২ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

এ সময় তার ব্যক্তিগত প্রাইভেটকার (চট্টমেট্টো-গ-১১-০১১৬) ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানান তিনি। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, এর আগেও মাটিরাঙ্গা মডেল উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. হাবিবুর রহমানের বাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে মাটিরাঙ্গা থানায় করা মামলায় দুইদিন হাজতবাস করেন মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. সোহেল রানা।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/আরআইপি