দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানীহাটি কলেজ মোড়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের রানীনগর গ্রামের লাল মোহাম্মাদের ছেলে আবদুল লতিফ (৩৮)। আহত ব্যক্তি হলেন- ছত্রাজিতপুর ইউনিয়নের বহলাবাড়ির গ্রামের হাবিবুর রহমান (হবু)।

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানা পুলিশের এসআই জাফর ইকবাল জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে বালুভর্তি ট্রাক শিবগঞ্জ আসার পথে রানীহাটি কলেজ মোড়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়।

এ সময় বালুর নিচে চাপা পড়েন ভ্যানচালক। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের ১টি দল ঘটনাস্থলে এসে বালুর নিচ থেকে আবদুল লতিফের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় হাবিবুর রহমান আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে। সেই সঙ্গে ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

মোহা. আব্দুল্লাহ/এএম/জেআইএম