জাতীয়

আগেই বাতাস পেয়েছিলাম, রূপালী ব্যাংকের এমডি প্রসঙ্গে নৌমন্ত্রী

রূপালী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আতাউর রহমান প্রধান রাষ্ট্রের জন্য ক্ষতিকর দুর্নীতি দমন কমিশন (দুদক) এমন কথা বলেছে উল্লেখ করে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান জানিয়েছেন, তিনি আগেই এ বিষয়ে কিছু বাতাস (ধারণা) পেয়েছিলেন।

মঙ্গলবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘ট্রেড ইউনিয়নের সার্বিক উন্নয়নে নারী-পুরুষ সমতার উপায় চিহ্নিতকরণ’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে নারীশ্রমিক কণ্ঠ নামের একটি সংগঠন।

শাজাহান খান বলেন, কয়েকদিন আগে রূপালী ব্যাংকে আমাদের সিবিএ (ব্যাংকের কর্মচারী ইউনিয়ন) নেতাদের চাকরিচ্যুত করেছিল। সেখানে গিয়ে আমি দেখা-সাক্ষাৎ করে সমঝোতার ভিত্তিতে সমস্যার সমাধান করতে বলি। এটা না হলে আমি বলেছিলাম অনেকের থলায় হাত দিলে অনেক কিছু বেরিয়ে আসবে। এটা নিয়ে পত্রপত্রিকায় বহু লেখা-লেখি হয়েছে।

‘দেখেন ধর্মের কল বাতাসে নড়ে। কয়েকদিন আগে দুদক বলেছে রূপালী ব্যাংকের এমডি রাষ্ট্রের জন্য বিপজ্জনক। শুধু ব্যাংকের কথা বলেনি, বলেছে রাষ্ট্রের জন্য বিপজ্জনক। আসলে আমি যে কথা বলেছিলাম কিছু কিছু বাতাস পেয়েই বলেছিলাম। আজকে সেটা প্রমাণিত হয়েছে, আমি যেটা বলতে চেয়েছিলাম তা সত্য। থলায় হাত দেয়ায় আজকে এমডির বিরুদ্ধে কিছু কিছু দুর্নীতির তথ্য বেরিয়ে এসেছে’-বলেন নৌ-পরিবহনমন্ত্রী।

গার্মেন্টস শ্রমিক ও শ্রমিকদের সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শাজাহান খান বলেন, তৈরি পোশাক মালিকদের সংগঠন একটিই ‘বিজিএমইএ’ এবং নিটওয়্যার মালিকদের সংগঠনও একটিই ‘বিকেএমইএ’। তেমনি শ্রমিকদেরও একাধিক সংগঠন থেকে বেরিয়ে ঐক্যবদ্ধ হয়ে একটি সংগঠন করতে হবে। শ্রমিকরা ঐক্যবদ্ধ না হলে সুফল পাওয়া যাবে না।

নারীর ক্ষমতায়ন অনেকটা বেড়েছে উল্লেখ করে নৌ-পরিবহনমন্ত্রী বলেন, রাস্তায় দেখা যায় এখন নারীরা গাড়ি চালাচ্ছেন। নারীরা ইউনিয়ন পরিষদ নির্বচানে সরাসরি চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। অনেক জেলায় ডিসি নারী। পুলিশ, প্রতিরক্ষা বাহিনীতেও নারীরা রয়েছেন। এসব বিষয় দেখে আমার মাথায় আসে নারীদের দিয়ে জাহাজ চালানো। নাবিক প্রশিক্ষণ দিয়ে আমি নারীদের দিয়ে এখন জাহাজ চালাচ্ছি। আটজন নারী জাহাজে আছে।

নারীনেত্রী শিরিন আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো রওনক জাহান, শ্রমিক নেতা সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, আমিরুল হক আমিন প্রমুখ।

এমএএস/জেডএ/আরআইপি