দেশজুড়ে

নিখোঁজের ২২ দিন পর ডোবায় মিললো দিনমজুরের মরদেহ

বাড়ি থেকে নিখোঁজের ২২ দিন পর মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াবাড়ীয়া গ্রামের একটি ডোবা থেকে কলিম উদ্দীন (৩৩) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে ওই গ্রামের হাসিবুর রহমানের ডোবা থেকে বিবস্ত্র অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কলিম উদ্দীন উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত জোয়াদ আলীর ছেলে ও সহড়াবাড়ীয়া গ্রামের মৃত আব্দুল মান্নানের জামাই।

কলিম উদ্দীনের স্ত্রী বিলকিছ খাতুন জানান, ঋণের দায়ে ২২ দিন আগে বাড়ি থেকে বের হয়ে তিনি ফিরে আসেননি।

গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, কলিম উদ্দীনের মৃত্যুর কারণ নির্ণয় করতে মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আসিফ ইকবাল/আরএআর/পিআর