সদর উপজেলার পালং ও আংগারিয়া বাজারে অভিযান চালিয়ে ৪০ মণ জাটকাসহ তিন মাছ ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
শুক্রবার ভোর ৫টার দিকে শরীয়তপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) এইচএম কামাল হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। পরে সকাল ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দণ্ড দেয়া হয়।
শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান বলেন, জাটকা মজুদ করার দায়ে তিন মাছ ব্যবসায়ীকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড করা হয়েছে। সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ও ডিবি পুলিশের উপস্থিতিতে মাছ এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
দণ্ডিতরা হলেন, গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের মোল্যাকান্দি গ্রামের সাদিম মোল্যার ছেলে সাইফুল মোল্যা (২৪), ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের সুম্ভুকাটি গ্রামের সুরুজ মোল্যার ছেলে দুলাল মোল্যা (৩৫) ও ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার আরশিনগর ইউনিয়নের সরদারকান্দি গ্রামের আলাউদ্দিন আখন্দের ছেলে খলিল আখন্দ (২৩)।
মো. ছগির হোসেন/এফএ/আইআই