দেশজুড়ে

‘বিএনপি-জামায়াত রোহিঙ্গাদের জঙ্গি হিসেবে ব্যবহার করতে চায়’

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন সব দিক থেকে এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র শুরু করছে।

তিনি বলেন, বিএনপি-জামায়াত চায় রোহিঙ্গারা দেশের সব খানে ছড়িয়ে ছিটিয়ে পড়ুক। রোহিঙ্গাদের দিয়ে তারা জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করবে। আগামী নির্বাচনেও তারা রোহিঙ্গাদের দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা চালাতে পারে। বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া একটি সন্ত্রাসী দল হিসেবে পরিচিতি বিএনপি।

শনিবার বিকেলে ভোলার মনপুরা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বিশ্বনন্দিত নেত্রী। তিনি রোহিঙ্গা সমস্যা কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সমাধানের চেষ্টা করছেন। এ কারণে জাতিসংঘ থেকে শুরু করে বিশ্ববিবেক আজ বাংলাদেশের প্রশংসা করছে।

উপজেলা যুবলীগের সভাপতি সাইদুর রহমান স্বপনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ভোলা-৪ আসনের সংসদ সদস্য পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। অনুষ্ঠানে চরফ্যাশনের আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এএম/আরআইপি