দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটের রাজবাড়ীর দৌলতদয়িা প্রান্তে নদী পরাপারের অপেক্ষায় রয়েছে প্রায় চার শতাধিক যানবাহন। রোববার দুপুর ১২টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কে এসব যানবাহনকে সিরিয়ালে থাকতে দেখা গেছে।
নদী পারের অপেক্ষায় থাকা যাত্রী ও চালকরা জানান, এ রুটে প্রতিনিয়তই এমন সমস্যা থাকে। কিন্তু কর্তৃপক্ষ সেটা দেখেও দেখে না। এখন ফেরি সংকট ও নাব্য সংকটের কারণে নাকি নদী পারের জন্য সিরিয়ালে থাকতে হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ আলম জানান, দৌলতদিয়া প্রান্তে ফেরি চলাচল স্বাভাবিক রাখতে ২ ও ৩নং ফেরি ঘাটের মাঝামাঝি স্থানে ড্রেজিংয়ের কাজ চলছে। এ কারণে ফেরি চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। তাছাড়া পাটুরিয়া প্রান্তে ফেরি চলাচলে চ্যানেলের মুখে ড্রেজিং কাজ চলায় একটি একটি করে ফেরি পারে ভিড়ছে। এতে যানবাহনে একটু চাপ সৃষ্টি হয়েছে।
তিনি আরও জানান, নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে ১০০ যাত্রীবাহী পরিবহন ও ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক সিরিয়ালে রয়েছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ছোট-বড় ১৩টি ফেরি চলাচল করছে এবং ৪টি ফেরি ঘাটের সবগুলোই সচল রয়েছে। ফেরিগুলো ঠিকভাবে চলাচল করতে পারলে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে থাকা যানবাহনে চাপ দ্রুত কমে যাবে।
রুবেলুর রহমান/আরএআর/আইআই