পটুয়াখালীর বাউফলে অভিযান চালিয়ে প্রায় ৭ মণ জাটকা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সোমবার সকালে কালাইয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে বাউফল উপজেলা প্রশাসন।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ জামানের উপস্থিতিতে এসব জাটকা উপজেলার বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মৎস্য বিভাগ ও কালাইয়া নৌপুলিশের সহযোগিতায় কালাইয়া বাজারে অভিযান চালিয়ে ৫ মণের অধিক জাটকা উদ্ধার করা হয়। এছাড়া রোববার মৎস্য বিভাগ ও বগা পুলিশ ফাঁড়ির সহযোগিতায় বগা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ মণ জাটকা উদ্ধার করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে এবং জাটকা সংরক্ষণ করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/আইআই