ঝালকাঠিতে দিনে গরম, রাতে শীত। এরমধ্যে আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি। এমন আবহাওয়ায় বৃদ্ধি পেয়েছে ডায়রিয়ার প্রকোপ। গত ৭ দিনে দেড় শতাধিক রোগী সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এরইমধ্যে রোববার সকালে গোলাম মোস্তফা নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গোলাম মোস্তফা নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
স্বজনরা জানান, শনিবার বিকেলে গোলাম মোস্তফাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর ৩২ জন, ১৩ অক্টোবর ২৮ জন, ১৪ অক্টোবর ১১ জন, ১৫ অক্টোবর ২০ জন, ১৬ অক্টোবর ১৪ জন, ১৭ অক্টোবর ১৯ জন, ১৮ অক্টোবর ১৭ জন এবং সর্বশেষ ১৯ অক্টোবর রোববার সকাল ১০টা পর্যন্ত ১৮ জন রোগী সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. গোলাম ফরহাদ জানান, মৌসুমি আবহাওয়া পরিবর্তনের ফলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। চিকিৎসক সঙ্কট সত্ত্বেও আমরা রোগীদের সঠিক চিকিৎসা দিয়ে যাচ্ছি।
আতিকুর রহমান/এফএ/এমএস