দেশজুড়ে

ছিনতাইয়ের অভিযোগে দুই কিশোর আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় অটোরিকশা ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগ দুই কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পৌর এলাকার কলেজপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- উল্লাপাড়া পৌরশহরের কলেজপাড়া মহল্লার জাহাঙ্গীর আলমের ছেলে আশিক (১৪) এবং ফরহাদ হোসেনের ছেলে মাহিন (১৩)।

উল্লাপাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল বিকেলে এ তথ্য নিশ্চিত করে বলেন, উল্লাপাড়ার মাদকসেবী পনির বুধবার বিকেলে উপজেলার হেমন্তবাড়ী গ্রামের হেলাল উদ্দিনের অটোরিকশা ভাড়া করে উল্লাপাড়ায় আসেন।

শ্যামলীপাড়া মিলন মন্দিরের সামনে নামেন তিনি। এ সময় আশিক ও মাহিন সেখানে উপস্থিত ছিল। পনির অটোরিকশা চালককে মাদক ব্যবসায়ী বলে জোর করে রিকশা থেকে নামায়। আশিক ও মাহিন অটো মালিককে ধরে রাখে।

এ সময় পনির অটোরিকশা নিয়ে দ্রুত পালিয়ে যান। অটো মালিক হেলাল উদ্দিনের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে আশিক ও মাহিনকে আটক করে পুলিশ। পনিরকে খোঁজা হচ্ছে। অটোরিকশাটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান এসআই।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম