বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে বলেই চিনিকলগুলো বেঁচে আছে। বিএনপি ক্ষমতায় থাকলে চিনিকলগুলো বন্ধ হয়ে যেত।
শুক্রবার সকালে দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল উচ্চ বিদ্যালয় মাঠে আখচাষী সমিতির নব-নির্বাচিত সভাপতি মো. ফয়জুল আলম চৌধুরী বাবলুর সভাপতিত্বে এক বিশাল আখচাষী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে চিনি শিল্প আছে বলেই বাংলাদেশের হাজার হাজার মানুষ এ শিল্পে কর্ম করে তাদের জীবিকা নির্বাহ করছে। তিনি বলেন, আমি আখচাষী, শ্রমিক ও চিনিকলে কর্মরত সকলের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে আখের মূল্য বৃদ্ধি করার চেষ্টা করব।
বেশি বেশি আখ চাষের অনুরোধ জানিয়ে উপস্থিত কৃষকদের উদেশ্যে খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, আপনারা চাষ করলে সেতাবগঞ্জ চিনিকল তথা বাংলাদেশের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে একেএম দেলোয়ার হোসেন (এফসিএমএ) চেয়ারম্যান বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, মো. মাজাহারুল হক প্রধান সাবেক এমপি বাংলাদেশ আখচাষী ফেডারেশন, সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবদুল মজিদ, মো. শাহ্জাহান আলী (বাদশা) সাধারণ সম্পাদক বাংলাদেশ আখচাষী ফেডারেশন প্রমুখ। এছাড়াও সভায় বক্তব্য রাখেন সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হাবিবুর রহমান দুলাল।
এমদাদুল হক মিলন/এমএএস/এমএস