শরীয়তপুর পৌরসভার আংগারিয়া বাজারে পাট, সরিষা, ধনিয়া ও চালের আটটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পাট ব্যবসায়ীরা।
শনিবার সকাল সোয়া ১০টার দিকে মিন্টু নামে এক ব্যবসায়ীর গোডাউন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীরা জানান, ওই বাজারের ব্যবসায়ী সোহরাফ হাওলাদার, মজিবর মাদবর, মিন্টু, নজরুল সরদার, ইলিয়াস হাওলাদার, জাকির সরদার, শান্ত শাহা, ইমরান মোল্যার গোডাউন পুড়ে গেছে। খবর পেয়ে তাৎক্ষণিক শরীয়তপুর ও মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।
পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ছগির হোসেন/এফএ/এমএস