দেশজুড়ে

নওগাঁয় ককটেল ও পেট্রলবোমা উদ্ধার

নওগাঁর আত্রাইয়ে ৬টি ককটেল ও ২টি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার সন্যাসবাড়ি গ্রামের একটি পুকুর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান জানান, ওই গ্রামের লোকজন সকালে মাঠে যাবার সময় পুকুর পাড়ের জঙ্গলে একটি লাল শপিং ব্যাগে জড়ানো বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুপুরে লাল টেপ দিয়ে মোড়ানো ৬টি ককটেল, ২টি পেট্রলবোমা এবং ১ টি চাকু উদ্ধার করে। এসময় কাউকে আটক করা হয়নি। এ ঘটনায় আত্রাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।এসএস/আরআইপি