মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে গেইট মিটিং, বিক্ষোভ ও সমাবেশের ধারাবাহিক কর্মসূচির পর মহাসড়ক অবরোধ করেছেন পাবনা সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা। রোববার সকালে কর্মসূচি চলাকালে মহাসড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়।
সেক্টর কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের কর্মসূচির অংশ হিসেবে ২০১৫ সালের পহেলা জুলাই থেকে কার্যকর জাতীয় মজুরি স্কেল ঘোষণার দাবিতে রোববার সকালে মিলের প্রধান ফটকে শ্রমিক-কর্মচারীরা সমাবেশ করেন। এ সময় প্রায় দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন শ্রমিকরা।
আলাউদ্দিন আহমেদ/এফএ/জেআইএম