জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চার কেজি গাঁজা ও নগদ টাকাসহ ইয়াছমিন আক্তার (২৮) নামে এক নারীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার দুপুরে উপজেলার বালিজুড়ি পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইয়াছমিন ওই এলাকার মোশারফ হোসেনে স্ত্রী।মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, গোপান সংবাদের ভিত্তিতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আমিনুল কবীরের নেতৃত্বে বালিজুড়ি পশ্চিমপাড়া এলাকার মোশারফ হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে চার কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইয়াছমিন আক্তারকে আটক করা হয়। পরে অধিদফতরের পরিদর্শক আমিনুল কবীর বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইয়াছমিন আক্তারের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। শুভ্র মেহেদী/এআরএ/পিআর