পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিন দাপট দেখিয়েছে শ্রীলংকার বোলাররা। সেই দাপটে কুপোকাত পাকিস্তানের ব্যাটসম্যানরা। ফলে দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থায় লংকানরা। প্রথম ইনিংসে ২৭৮ রানেই গুটিয়ে যায় স্বাগতিক শ্রীলংকা। জবাবে দ্বিতীয় দিন শেষে ৯ উইকেটে ২০৯ রান করেছে সফরকারী পাকিস্তান। তাই ১ উইকেট হাতে নিয়ে ৬৯ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা।৮ উইকেটে ২৭২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে শ্রীলংকা। শেষ দুই উইকেটে ৬ রানের বেশি যোগ করতে পারেনি তারা। শ্রীলংকার শেষ দুই উইকেট শিকার করেছেন পাকিস্তানের সফল বোলার ইয়াসির শাহ ও রাহাত আলী। ১৮ রান করা থারিন্ডু কুশালকে আউট করেন রাহাত। আর নুয়ান প্রদীপকে শুন্য রানে ফিরিয়ে দিয়ে টেস্ট ক্যারিয়ারে চতুর্থবারের মত পাঁচ উইকেট শিকার করেন ইয়াসির শাহ।এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩২ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ১৩ রান করে পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে ফিরেন শান মাসুদ। পরের দিকের ব্যাটসম্যানরাও ভালো খেলতে না পারলে এক পর্যায়ে ৪ উইকেটে ৯১ রানে পরিণত হয় পাকিস্তান।তবে অন্যপ্রান্তে দলের হাল ঠিকই ধরেছিলেন আজহার আলী। কিন্তু হাফ-সেঞ্চুরির পর বেশিক্ষণ উইকেট টিকে থাকতে পারেননি তিনি। টেস্ট ফরম্যাটে ২০তম হাফ-সেঞ্চুরির স্বাদ পাওয়া আজহার ফিরেন ৫২ রানে। আজহারের বিদায়ের পর পাকিস্তানের মিডল-অর্ডার ও লোয়ার-অর্ডারে মিনি ধস নামে।ফলে দ্রুত ইনিংস গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে যায় তারা। তবে সেটি হতে দেননি সরফরাজ আহমেদ। টেস্ট ক্যারিয়ারের সপ্তম হাফ-সেঞ্চুরি তুলে ৭২ রানে অপরাজিত থেকে যান তিনি। ফলে দ্বিতীয় দিনেই অলআউট হয়নি পাকিস্তান। শ্রীলংকার পক্ষে প্রসাদ ও প্রদীপ ৩টি করে উইকেট নিয়েছেন।সংক্ষিপ্ত স্কোর কার্ড (দ্বিতীয় দিন শেষে) :শ্রীলংকা : ২৭৮/১০, ৮৯.৫ ওভার (করুনারত্নে ১৩০, থারাঙ্গা ৪৬, ইয়াসির ৫/৭৮)।পাকিস্তান : ২০৯/৯, ৬৪ ওভার (সরফরাজ ৭২*, আজহার ৫২, প্রদীপ ৩/২৬)।আরএস/আরআইপি