বগুড়ার শাজাহানপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শফিকুল ইসলাম (৪৫) নামে সেনাবাহিনীর এক সার্জেন্ট খুনের ঘটনায় অস্ত্র উদ্ধার করতে গিয়ে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।
শনিবার ভোরে শাকপালা মোড় এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। খুনের ঘটনায় গ্রেফতারদের নিয়ে অস্ত্র উদ্ধার করতে গিয়ে পুলিশের সঙ্গে এ বন্দুকযুদ্ধ হয়। এ সময় দুইজন গুলিবিদ্ধ হন। তবে পুলিশের দাবি, এ ঘটনায় তিন পুলিশ আহত হয়েছেন।
গুলিবিদ্ধরা হলেন- শাকপালা এলাকার আব্দুল হালিম বগা ও জিয়াউল হকের ছেলে রাকিব। থানা পুলিশের ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, বুধবার ভোরে শাকাপালা এলাকায় সেনাসদস্য হত্যাকাণ্ডের পরপরই শাকপালা এলাকার রাকিব, আব্দুল হালিম বগা ও রবিউল নামের তিনজনকে গ্রেফতার করা হয়।
এরপর বৃহস্পতিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত আরেক সন্ত্রাসী ফুল মিয়া ওরফে বিষু ওরফে সম্রাটকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর জিঙ্গাসাবাদে ফুল মিয়া ওরফে বিষু ওরফে সম্রাট হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে আদালতে প্রেরণের পর ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়। পুলিশের কাছে গ্রেফতাররা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং কিভাবে হত্যাকাণ্ড ঘটায় তার বিবরণ দেন।
তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রাকিব ও বগাকে নিয়ে হত্যাকাণ্ডের আলামত উদ্ধার করতে গেলে তাদের সহযোগীরা পুলিশের দিকে গুলি ছোড়ে। বগা ও রাকিব পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টা করে। পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়ের সময় বগা ও রাকিব পায়ে গুলিবিদ্ধ হয়।
এ সময় অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানা পুলিশের ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি গুলি, দুটি গুলির খোসা ও একটি চাকু উদ্ধার করেছে।
এ ঘটনায় পুলিশের এএসআই তাহের, কনস্টেবল রেজাউল ও রশিদ আহত হয়ে স্থানীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন বলেও দাবি করেন ওসি।
এএম/জেআইএম