গ্রিসের ঋণ সংকট সমাধানে আন্তর্জাতিক দাতাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটির জনগণ। রোববারের গণভোটে ষাট শতাংশেরও বেশি ভোটার ‘না’ ভোট দিয়েছেন।গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস বলেছেন, গণভোটের ফলাফল ইউরোপের বিপক্ষে নয়, বরং ঋণ সংকট মোকাবেলায় আলোচনার ক্ষেত্রে দেশটির সামর্থ্য বৃদ্ধির পক্ষে ভোট দিয়েছে ভোটাররা।প্রাথমিক ফলাফল জানার পর জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওল্যাদ জানিয়েছেন ইউরোপের নেতৃবৃন্দ মঙ্গলবার গণভোটের ফলাফল নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে।তবে, গণভোটের ফলাফলকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন ইউরোপিয় পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন স্যুলজ।তিনি বলেন, এটি একটি কঠিন দিন। গ্রীসের প্রধানমন্ত্রীর যে অবস্থান, অর্থাৎ গণভোটে ‘না’ এর মাধ্যমে দেশটি আলোচনায় একটি ভালো সমাধানে পৌঁছাতে সমর্থ হবে, আমি তা সঠিক মনে করি না।ইউরোপের অন্য আঠারোটি দেশ যে প্রস্তাব দিয়েছে, তার বিপক্ষে গ্রীস সমর্থন দিয়েছে।এদিকে, না ভোটের এই বিজয়ের পর গ্রীসের প্রধান বিরোধী দল নিউ ডেমোক্রেসি দলের নেতা এন্টোনিস সামারাস পদত্যাগ করেছেন। সূত্র : বিবিসি।এআরএস/এমএস