দেশজুড়ে

ধান মাড়াই মেশিনে আটকে শিশুর মৃত্যু

বরগুনার তালতলীতে ধান মাড়াই মেশিনে গলার মাফলার পেঁচিয়ে আল-আমিন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে তালতলী উপজেলার পশ্চিম ঝাড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আল-আমিন পশ্চিম ঝাড়াখালী গ্রামের মো. নাসির উদ্দিন হাওলাদার ছেলে।

মৃতের চাচা মোশারেফ হোসেন হাওলাদার জানান, তার বড় ভাই নাসির উদ্দিন হাওলাদারের বাড়িতে মেশিন দিয়ে ধান মাড়াই করা হচ্ছিল। এ সময় আল আমিনের গলায় মাফলার পেঁচিয়ে যায়। আল আমিনকে উদ্ধার করে আমতলী উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তালতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, বিষয়টি তিনি অবগত নন। খোঁজ নিয়ে বিষয়টি দেখবেন তিনি।

মো. সাইফুল ইসলাম মিরাজ/এএম/জেআইএম