দেশজুড়ে

দিনাজপুরে পুলিশি অভিযানে আটক ৩১

দিনাজপুরে অভিযান চালিয়ে ১৩ মাদক ব্যবসায়ীসহ ৩১ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত দিনাজপুর জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৭২ পিস ইয়াবা, ১৩০ বোতল ফেনসিডিল ও ৩৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট থানায় পৃথক ১৪টি মামলা করা হয়েছে। দুপুরে আটক ৩১ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমের ওয়ার্লেস অপারেটর মুকুল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এফএ/এমএস